প্রিয় কলকলিয়া ইউনিয়নের টিসিবি উপকারভোগীগণ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী টিসিবি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় কার্যক্রম অধিকতর স্বচ্ছতার সহিত সম্পাদন করার লক্ষ্যে উপকারভোগীদের মাঝে স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এ কার্যক্রম সুষ্ঠভাবে বাস্তবায়নের জন্য টিসিবি ফ্যামিলি কার্ডধারী পরিবারের ডাটাবেজ হালনাগাদ করা হচ্ছে। তাই আগামী ৩১/১০/২০২৩ ইং তারিখ বিকাল ৩ ঘটিকার মধ্যে টিসিবি কার্ডপ্রাপ্ত সকল উপকারভোগীদের নিজ নিজ ওয়ার্ড সদস্যদের সাথে নিজের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, স্বামী/পিতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও মোবাইল নম্বর নিয়ে আপনাদের তথ্য হালনাগাদ করুন। তারা আপনাদের তথ্যগুলো দিয়ে পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরি করতে সহায়তা করবেন। যথাসময়ে আপনি আপনার তথ্য প্রদান করতে ব্যর্থ হলে আপনার নামটি তালিকা থেকে কর্তন করা হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস